কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
কমলগঞ্জে গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন। ছবি: আই নিউজ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘হৈরোল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আদমপুরস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, কুইজ কন্টেস্ট ২০২৫ -এর বৃত্তি প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কনথৌজম শিল্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা ও গুণীজনদের সম্মাননা তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।”
শিক্ষক শান্ত কুমার সিংহ ও অয়েকপম অঞ্জুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লোকগবেষক আহমদ সিরাজ, খোইরম ইন্দ্রজিৎ এবং জয়ন্ত কুমার সিংহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মাধবপুর চা-বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহ, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলী, শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, সাংবাদিক সালাহউদ্দিন শুভসহ আরও অনেকে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা পর্ব। সমাজ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুজন প্রবীণ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে ‘কুইজ কন্টেস্ট ২০২৫’ -এ কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা হৈরোল ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এমন আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সচেতন মহলের মতে, হৈরোল ফাউন্ডেশনের এই আয়োজন কমলগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























