Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ৩ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৩, ১৬ জানুয়ারি ২০২৬

বিজিবির অভিযানে ৪,৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সিলেটের বিয়ানীবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর থেকে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন, এসইউপি পরিচালক ও অধিনায়ক, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দোবাগ ইউনিয়নের দোবাগ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮০০ কেজি ভারতীয় জিরা ও ১৩৫০ কেজি দেশীয় ধান জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় জিরা ও ধানের সিজার মূল্য আনুমানিক ৭২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়