Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০২ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৭ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ১০ জুন ২০২০
আপডেট: ১৯:১৫, ১০ জুন ২০২০

নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় ১১জন আটক

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামের বরটেকের উত্তর পাশে যাদুকাটা নদীর পাড় কেটে নৌকায় বালু বোঝাই করে নিয়ে যাওয়ার পথে পুলিশের অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে।

সেই সাথে ২টি নৌকা আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৭ জন বালু উত্তোলনকারী নদী সাতরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া মিয়ারচর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে বিল্লাল মিয়া(২০), একই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে জুলহাস মিয়া (২২), মুসলিম মিয়ার ছেলে হযরত আলী (২৬), হারুন মিয়ার ছেলে সাহেল মিয়া (২৬), মৃত নুনু মিয়ার ছেলে ফালান মিয়া (৩২), মুসলিম মিয়ার ছেলে মরম আলী (৪০), হারুন মিয়ার ছেলে সোহেল মিয়া (২২), মৃত মোতালিব মিয়ার ছেলে রমজান আলী (৩০), সিরাজপুর বাঘগাওঁ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. নুরুজ্জামান (৩২), ফালান মিয়ার ছেলে সেলিম হাসান জনি, লামাশ্রম গ্রামের আমীর আলীর ছেলে মোক্তার হোসেন (২২), তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শাহাব উদ্দিন (৩০) প্রমুখ।

আজ বুধবার ভোররাতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমানের নেতৃত্বে এস আই দিপংঙ্কর বিশ্বাস, এস আই জহর লাল দত্ত, এস আই বিল্লাল হোসেন, সুমন মজুমদার, মতিউর ও বিধানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাদুকাটা নদীতে অভিযান চালায়। এ সময় নদীর পাড় কাটা  চক্রের ১১ জন সদস্যসহ ২টি বালু বোঝাই নৌকা আটক করা হয়।

এ ঘটনায় সকালে থানার এস আই দিপংঙ্কর বিশ্বাস বাদি হয়ে আটককৃত ১১ জনসহ আরো অজ্ঞাতনামা ৮-১০কে আসামী করে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি এন্ট্রি) করেছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকর রহমান আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন- আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কেউ যদি নদীর পাড় কেটে বালু উত্তোলনের মাধ্যমে গ্রামের পর গ্রামকে হুমকির মুখে ফেলে দিতে চায়, তাদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

রাজন/ এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়