Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ২৩ জুন ২০২০
আপডেট: ২২:৫৫, ২৩ জুন ২০২০

শাবির ল্যাবে সুনামগঞ্জের আরও ৫১ জনের করোনা শনাক্ত

মঙ্গলবার(২৩ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের সকলেই সুনামগঞ্জ জেলার।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

তিনি জানান, মঙ্গলবার শাবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়। এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭৮ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত কিছু নমুনাসহ মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয় বলেও জানান তিনি।

নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জন, ছাতক উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৯ জন, জগন্নাথপুর উপজেলায় ৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩ জন, তাহিরপুর উপজেলায় ৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুইজন, জামালগঞ্জ উপজেলায় দুইজন, শাল্লা উপজেলায় দুইজন এবং দিরাই উপজেলায় একজন রয়েছেন।

এই নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৭৪ জনে। যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫ জন। এই জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২২৪ জন 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ