Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৬, ২৫ জুন ২০২০
আপডেট: ০১:০৭, ২৫ জুন ২০২০

শুদ্ধতায় পুরস্কার পাচ্ছেন ইউএনও বিশ্বজিত পাল

শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার (ইেউএনও) বিশ্বজিত কুমার পাল- শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং উচ্চমান সহকারী মো. আব্দুল খালিক শুদ্ধতার জন্য শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাহি অফিসার বিশ্বজিত কুমার পাল এরইমধ্যে প্রশাসনের একজন সৎ ও উদ্যমী কর্মকর্তা হিসেবে বেশ সুখ্যাতি পেয়েছে। সেবাগ্রহিতাদের দুর্ভোগ কমাতে ভূমি ব্যবস্থাপনায় তার উদ্ভাবন বেশ সমাদৃত হয়েছে।

ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন- এ পুরস্কার প্রাপ্তিতে দায়িত্ব আরো বেড়ে গেলো। কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউএনও অফিস নবীগঞ্জের সকল সহকর্মীদের প্রতি যাদের পরিশ্রমেই এই স্বীকৃতি। অশুদ্ধতাকে তাড়িয়ে শুদ্ধতা প্রতিষ্ঠায় এই পুরস্কার হোক  এগিয়ে যাওয়ার প্রত্যয়।

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ