Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:২০, ২৭ জুন ২০২০

শাবির ল্যাবে সুনামগঞ্জের আরও ৪১ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই জেলাটিতে নতুন নতুন সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হচ্ছেন। সাধারণত সুনামগঞ্জের সকল নমুনা পরীক্ষা করা হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। 

তারই ধারাবাহিকতায় শনিবার(২৭ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের নতুন ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

তিনি জানান, শনিবার শাবির ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে এর মধ্যে ৪১ জনের করোনা শনাক্ত হয়। সুনামগঞ্জে এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৭৩ জনে। 

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেটের ৩০টি নমুনাসহ ১৪৫ টি সংগ্রহ করা হয়। তবে পূর্বে সংরক্ষিত কিছু নমুনাসহ মোট ১৮৮ টি পরীক্ষা করা হয়েছে বলে নিশ্চিত করেন অধ্যাপক হাম্মাদুল হক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ