Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ৩০ জুন ২০২০

রেলওয়ের নিরাপত্তা কর্মীকে খুন করে মালামাল লুট

সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের গোদামে এক নিরাপত্তা কর্মীকে খুন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মারা যাওয়া ওই  নিরাপত্তা কর্মীর নাম ফখরুল আলম (৫০)। সে ভোলা জেলার তজমুদ্দিন থানার শিবপুর গ্রামের মৃত মো. আব্দুল খালেকের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতে ছাতক রেলওয়ের গোদামে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফখরুল আলম। রাতে কে বা কারা তাকে হত্যা করে গোদামের মালামাল লুট করে লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগেও বেশ কয়েকবার রেলওয়ের মালামাল চুরির ঘটনা ঘটেছিলো এই গোদামে।  

নিহত ব্যক্তি ২০১৩ সাল থেকে সুনামগঞ্জের ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরীতে যোগদান করে রেলওয়ের কলোনিতে তিনি ও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, ছাতক থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল। তিনি জানান, গুরুত্ব সহকারে আলামত সংগ্রহ করা হচ্ছে, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ