Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ১২ জুলাই ২০২০

ছাতকে লক্ষাধিক মানুষ পানিবন্দি

সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। মুশলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় মানুষের মাঝে বাড়ছে বন্যা আতঙ্ক। এরই মধ্যে কয়েক লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

ছাতক-গোবিন্দগঞ্জ-সিলেট, ছাতক-সুনামগঞ্জ, ছাতক-জাউয়া, ছাতক-দোয়ারা সড়কের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে জেলা সদরসহ দেশের সকল অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে এখানে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ছাতকে প্রায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার প্রায় ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  চেলা নদীর পানি বিপদসীমার প্রায় ১৮৫ সেন্টিমিটার এবং পিয়াইন নদীর পানি বিপদসীমার প্রায় ১৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে।

এমনকি কৈতক ২০শয্যা হাসপাতালেও প্রবেশ করেছে বন্যার পানি। ফলে সেখানের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডাক্তার মোজাহারুল ইসলাম।

এদিকে পানিবন্দি মানুষের মাঝে সরকারী-বেসরকারী ত্রাণ বিতরণ কার্যক্রম চললেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবীরের নেতৃত্বে রান্না করা খাবার ও শুকনো খাদ্যদ্রব্য বিতরণ করার খবর পাওয়া গেছে। 

এছাড়া পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খিচুড়ি বিতরণ করা হয়েছে। শহরের উপর দিয়ে চলাচল করছে ছোট-ছোট নৌকা।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির জানান, বন্যার্তদের সহায়তা প্রদানে মেডিকেল টিমসহ সাধ্যমত সার্বিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ