Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

রাজন চন্দ

প্রকাশিত: ২০:৫৩, ১৩ জুলাই ২০২০

তাহিরপুর- সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

তাহিরপুর সপ্তাহব্যাপী টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের স্থানে স্থানে ভেঙে গেছে। সেই সাথে প্রায় দুই কিলোমিটার রাস্তা পানিতে নিমজ্জিত রয়েছে। এতে করে ৪ দিন ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ আছে।

গত বৃহস্পতিবার বিকাল থেকে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা এলাকার সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে যাতায়াতকারী জনসাধারণ। সেই সাথে শক্তিয়ার খলা ও আনোয়ারপুর নামক স্থানে অনেক জায়গায় সড়ক ভেঙে গেছে। পথযাত্রীরা বলছেন সড়কের পানি আজকালের মধ্যে নেমে গেলেও ভেঙে যাওয়া সড়কের অংশ দ্রুত সংস্কার না করলে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হবে যাতায়াতকারীদের। তাই আমাদের দাবি খুব দ্রুত ভেঙে যাওয়া রাস্তার অংশ সংস্কার করা প্রয়োজন।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, তাহিরপুর - সুনামগঞ্জ সড়কের আনোয়ার পুর এলাকায় ভেঙে যাওয়া রাস্তার অংশ খুব দ্রুতই সংস্কার করা হবে।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ