সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২১:১১, ২০ জুলাই ২০২০
তৃতীয় দফার বন্যার আশঙ্কায় সুনামগঞ্জ
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি। ফলে তৃতীয়বারের মতো বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। । সোমবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার থাকলেও দুপুরে তা বৃদ্ধি পেয়ে ৯ সেন্টিমিটার পর্যন্ত পৌছায়। পরবর্তীতে বিকেলে দিকে বৃষ্টি কম হওয়ায় কিছুটা কমতে শুরু করে সুরমার পানি। যা সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জে মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮২ মিলিমিটার। এছাড়া ভারতের চেরাপুঞ্জিতে গেল ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩২৭ মিলিমিটার। আগামী ২-৩ দিন বৃষ্টিপাত অবহ্যাত থাকলে সুনামগঞ্জে আবারও বন্যার রূপ ধারন করতে পারে জানায় পানি উন্নয়ন বোর্ড।
নামগঞ্জে তৃতীয়বার বন্যার আশঙ্কা থাকলেও বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে বন্যা মোকাবেলায় কন্ট্রোল রুমসহ আশ্রয় কেন্দ্রে যেনো মানুষ যেতে পারে সেজন্য নেওয়া হয়েছে ব্যবস্থা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি হচ্ছে। যদি এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আবারও বন্যার আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, সুনামগঞ্জে তৃতীয় দফা পানি বৃদ্ধি হওয়ায় আমরা বন্যা মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বন্যার্থদের জন্য খাবার ও আশ্রয়কেন্দ্রসহ সকল ধরণের ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহন করেছি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























