Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ২১ জুলাই ২০২০

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খালে, নিখোঁজ ২১

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস।

এই ঘটনায় ২১ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

ধারণা করা হচ্ছে, বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি।

তারা জানিয়েছেন, উদ্ধার কাজে অংশ নিতে সিলেট থেকে ডুবুরি দল আসার কথা রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ