Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ২২ জুলাই ২০২০
আপডেট: ২০:১২, ২২ জুলাই ২০২০

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের বন্যা কবলিতদের বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের খোঁজখবর নিয়ে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) পদ্মাসন সিংহ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা উপ সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত দাস, উপজেলা যুবলীগ নেতা জাবির আহমেদ জাবির প্রমুখ। 

ইউএনও পদ্মাসন সিংহ জানান, তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় প্লাবিত অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।

আইনিউজ/আরসি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ