Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০১ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৬ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪১, ২৮ জুলাই ২০২০

৯০ জন শনাক্তের দিনে সিলেট বিভাগে সুস্থ ৭৫

সোমবার (২৭জুলাই) সিলেটের দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগের ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় বিভাগের ৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে বিভাগের ৪ জনের মৃত্যু  হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সিলেট বিভাগে শনাক্ত ৯০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন। 

সুস্থ হওয়া ৭৫ জনের মধ্যে সুনামগঞ্জে ২৪ জন, সিলেটে সুস্থ হয়েছেন ১৬ জন, হবিগঞ্জে  ২১ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ১৪ জন। 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৪ হাজার ৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৪৩৫ জন, হবিগঞ্জে ১ হাজার ১৩২ জন ও মৌলভীবাজারে ৯৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১৯১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ২৫৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৩৯ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়