Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০১ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৬ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৮, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ১৫:০৬, ১৯ আগস্ট ২০২০

করোনা আক্রান্ত তাহিরপুরের এসিল্যান্ড আমজাদ

সদ্য যোগদানকারী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১ টায় করোনা পজিটিভ রিপোর্টের বিষয়টি নিশ্চিত করেন ইউএনও।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, গত কয়েকদিন ধরে জ্বর আর হালকা গলাব্যথায় ভুগছিলেন সৈয়দ আমজাদ হোসেন। পরে তিনি করোনা ভাইরাস সন্দেহে টেস্ট দিয়ে আসলে মঙ্গলবার রাতে করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

এসিল্যান্ড সৈয়দ আমজাদ হোসেন শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে আল্লাহর অশেষ কৃপায় তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সৈয়দ আমজাদ হোসেন চলতি আগস্ট মাসে তাহিরপুর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

আইনিউজ/রাজন/টিএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়