Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০১ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৬ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ২৩ আগস্ট ২০২০

সুনামগঞ্জে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের একই পরিবারের সৈয়দুর রহমান এর ছেলে সাহিম মিয়া (৬) ও সাহিদুর রহমানের মেয়ে মারিয়া বেগম (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

পুলিশ ও স্বজনরা জানান, রবিবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল সাহিম ও মারিয়া। খেলতে গিয়ে দুজনেই বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পাওয়া গেলে দুপুর ২টায় একজনের মরদেহ ডোবার মধ্যে ভেসে উঠে। পরে ডোবার পানিতে স্থানীয়দের তৎপরতায় আরও খোঁজাখুঁজি করলে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মোক্তাদির জানান, বাড়ির সামনে খেলতে গিয়ে এ দুই শিশুর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়