Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৩, ২৫ আগস্ট ২০২০

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭)। তারা আপন দুই বোন।

স্বজনরা জানান, মঙ্গলবার সকালে দুই বোন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এরপর অনেকক্ষণ বাচ্চাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর সকাল ১০টার দিকে পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে হয়। উপজেলার মার্কুলি বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে এ দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবার কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ