সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:১১, ১৬ সেপ্টেম্বর ২০২০
সুনামগঞ্জে হাওর বাঁধ নির্মাণে দুর্নীতি: সাক্ষীদের জিজ্ঞাসাবাদ দুদকের

সুনামগঞ্জের হাওর দুর্নীতি মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২টায় সিলেট দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেনসহ দুই কর্মকর্তা সাক্ষী মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর ও চিত্তরঞ্জন তালুকদারকে সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে জিজ্ঞাসাবাদ করেন।
মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হক জানান, আজ দুদক কর্মকর্তারা মামলার ৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন। আজ থেকে মামলার তদন্তকাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাওরে ফসলহানির জন্য যারাই দায়ী তাদের যেন বিচারের আওতায় আনা হয় সে প্রত্যাশা রইল।
২০১৭ সালের সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে ৭৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির ৪৮ জন ঠিকাদার ও ১৪ জন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে আসামি করে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দসহ ২৯ জনকে সাক্ষী করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের মার্চ মাসে হাওরে সময়মতো বাঁধ নির্মাণ না করায় এবং বাঁধ নির্মাণে ঠিকাদার ও পাউবোর অনিয়মের কারণে তলিয়ে যায় জেলার সব হাওরে ফসল। সেসময় জেলাবাসীর আন্দোলনে ঠিকাদার ও পাউবোর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসহ ঠিকাদার ও পাউবোর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে আইনজীবী সমিতি।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার