Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ১৭ সেপ্টেম্বর ২০২০

সুনামগঞ্জে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা দুইটায় উপজেলার পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়।        

অভিযান চলাকালে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা-বাসি খাবার পরিবেশনের দায়ে উপজেলার পাগলা বাজারের ইমাদ রেস্টুরেন্টকে দশ হাজার, মা রেস্টুরেন্টকে পাঁচ হাজার, বিজয় রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও বাদশা কনফেকশনারিকে পাঁচ হাজার ও শান্তিগঞ্জ বাজারের মামুন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন,  'প্রতিটি রেস্টুরেন্টে বাসি ও পঁচা খাবার পাওয়া গেছে। একটি কনফেকশনারি ও স্টোরে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার পাওয়া যায়। এসব খাবার পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তাছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। এধরনের অভিযান অব্যাহত থাকবে'।  

আইনিউজ/লাভলু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ