সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুরে টানা বৃষ্টিতে দুর্ভোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে রাস্তা-ঘাট, ফসলের মাঠ তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন।
জানা গেছে, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তের যাদুকাটা নদী উপচে তাহিরপুর উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের হাসপাতালে পিছেনের ব্রিজ ও হুসনারঘাট-ইসলামপুর সড়কে পানিতে তলিয়ে যায়। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সেতুর পূর্বাংশের ১০০মিটার রাস্তা ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এই সড়কগুলোতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষজন নৌকাযোগে পারাপার হচ্ছেন। এদিকে উপজেলার উত্তর বড়দল, বাদাঘাট, বালিজুড়ী, তাহিরপুর সদর, শ্রীপুর উত্তর ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের রোপা আমন জমি পানির নিচে আবারও তলিয়ে গেছে।
রিকশা চালক জামিল মিয়া বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারিনি। তবে মাঝে মধ্যে বের হলেও যাত্রী পাইনি। আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি পরিমাণ আরও বেড়েছে। এখন আরও দুর্ভোগে পড়েছি।
স্থানীয় ইউপি সদস্য মিলন তালুকদার বলেন, আনোয়ারপুর সড়কের এপ্রোচের ১০০মিটার এই সড়কটি মেরামত না করায় ভারী বৃষ্টিপাত হলেই ঢলের পানিতে তলিয়ে যাওয়ার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এই স্থানে নৌকা দিয়ে পারাপার হতে হয়। সময় উপযোগী সড়ক নির্মাণ করা না হলে তাহিরপুর সুনামগঞ্জ সড়ক এই অংশে চলাচলকারী যানবাহন ও মানুষের কষ্টের শেষ হবে না।
বালিজুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, বালিজুড়ি ইউনিয়নে রোপা আমন জমি পানির নীচে তলিয়ে গেছে। এছাড়াও এই ইউনিয়নের বাড়ি ও সড়ক পানিতে ডুবে গিয়ে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আগের তিনবারের বন্যায় সড়কপথের ব্যাপক ভাঙনে চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা জানান, কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ি ঢল আসায় উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের তিনশত একর রোপা আমন পানিতে নিমজ্জিত আছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার