Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ২৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২০

ধর্মপাশায় ট্রলারডুবিতে বৃদ্ধ নিখোঁজ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে ট্রলার ডুবে মকবুল হোসেন (৬৫) নামের নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

মকবুল হোসেন উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াবন গ্রামের সামনে থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ছোট ট্রলার জয়শ্রী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জয়শ্রী বাজারের কাছে ধারাম হাওরে পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীরা ৫ জন যাত্রীকে উদ্ধার করলেও মকবুল হোসেনের সন্ধান মিলেনি। উদ্ধারকৃতদের স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী রাত নয়টায় জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। এখনো সন্ধান চলছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ