Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২০

সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি

গত কয়েক দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের হাওর ও সুরমা নদীর পানি দ্রুত বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি বাড়লেও বন্যার শঙ্কা আপাতত নেই। সুরমা নদীর পানি সকালের দিকে বাড়লেও দুপুর থেকে কমতে শুরু করেছে। এদিকে পানি বাড়ায় আমনের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে আছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সফর উদ্দিন জানান, টানা বৃষ্টিতে জেলার প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। পানি দ্রুত সরে গেলে আমনের কোনো ক্ষতি হবে না।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান জানান, সুরমা নদীর সুনামগঞ্জ শহরের পাশের ষোলঘর অংশে পানি সাধারণ বিপদসীমার ৮ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। শুক্রবার দুপুর থেকে পানি কমতে শুরু করেছে। আগামীকাল বৃষ্টিপাত না হলে পানি দ্রুত নেমে যাবে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ