Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২০

তাহিরপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে নিখোঁজ যুবকের লাশ প্রায় ৭২ ঘন্টার পর ভেঁসে উঠেছে। নিহত যুবকের নাম আল আমিন মিয়া (২৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামের রফিকুল মিয়ার ছেলে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ মাটিয়ান হাওরে ভেঁসে উঠে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনা স্থলে এসে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, গত শনিবার দুপুরে নিহত আল আমিন মিয়া একা ছোট একটি ইঞ্জিত চালিত নৌকা নিয়ে পাশ্ববর্তী দক্ষিন শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে মাটিয়ান হাওরে বৈরী আবহাওয়ার মধ্যে ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে পানিতে পরে সে নিখোঁজ হয়। পরে নৌকাটি হাওরের মধ্যে ঘুরতে দেখে জেলেরা বাড়িতে খবর দিলে তারা গত তিনদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। আজ (সোমবার) সকালে তার লাশ মাটিয়ান হাওরে ভেঁসে উঠে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। 

তাহিরপুর থানার ওসি মো. লতিফুর রহমান তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতর লাশ উদ্ধার করেছে। নিহতর পরিবারের কোন অভিযোগ না থাকলে মানবিক দৃষ্টিকোণ থেকে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইনিউজ/এজেএল


 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ