Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ২ অক্টোবর ২০২০
আপডেট: ২৩:৪৭, ২ অক্টোবর ২০২০

উৎপাদনশীলতা দিবস উপলক্ষে তাহিরপুরে আলোচনা সভা

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ স্লোগান নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, ইউপি সদস্য বিল্লাল আমীন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

সভায় বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও শিল্পসহ সকল উৎপাদনশীল খাতে উৎপাদন বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের উপর গুরুত্বারোপ করা হয়। উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদানের বিষয়ে সভায় আলোকপাত করা হয়।

আইনিউজ/রাজন চন্দ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ