Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ৩ অক্টোবর ২০২০

ছাতকে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়ন সংলগ্ন পিয়াইন নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। এসময় সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বরিশাল জেলার বাকেরগঞ্জের জামাল মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা ও সিলেট সদর উপজেলার হেংলাকান্দি গ্রামের জুয়েল মিয়া এবং ভোলা সদর থানার মো. মিরাজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে জরিমানার সত্যতা নিশ্চিক করেছেন। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ