Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:০১, ৪ অক্টোবর ২০২০

সুনামগঞ্জে বালু ভর্তি ৫টি নৌকাসহ ১৫ জন আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে বালু ভর্তি ৫টি নৌকা জব্দ করেছে পুলিশ। এসময় ১৫ জনকে আটক করা হয়। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সদর ইউনিয়নের সুন্দরপই গ্রামের পাশ থেকে তাদের আটক করে। 

আটককৃতরা হলেন- সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের শাকাল মিয়া (৫৫), মো. সুহেল মিয়া (২৮), ছইল মিয়া (৪০), ওয়াজ উল্লাহ (৪০), সুমন মিয়া (২৮), খলিল মিয়া (২৪), তারেক মিয়া (২৫),  বাবুল মিয়া (৪০), হোসিয়ার আলী (৩৫), আতাউর রহমান (৩৫), ছালেক মিয়া (২৪), আনফর আলী (২৯), মঈন উদ্দিন (২৫), মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের আব্দুল মন্নান (৬০), আনোয়ার হোসেন (১৮)।

এছাড়া সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের আলী ফরিদ মিয়ার স্টিল বডির নৌকা, শাফাল মিয়ার স্টিল বডির নৌকা, সুরমা ইউনিয়নের গোজাইড়া গ্রামের আব্দুন নুরের কাঠ বডির নৌকা, মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের আব্দুল মান্নানের কাঠ বডির নৌকা, সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের নুরুদ্দিনের স্টিল বডির নৌকা জব্দ করা হয়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে ৩ টা স্টিল বডি ও ২টা কাঠ বডির বালু ভর্তি নৌকা আটক করা হয়েছে। এসময় নৌকায় থাকা ১৫ জনকে আটক করা হয়। আগামীকাল রোববার তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হবে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ