Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩১, ৫ অক্টোবর ২০২০

ছাতকে বাড়ি থেকে ২৬টি বিষধর সাপ উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৬ টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে শহরের মণ্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকার মৃত আরজ মিয়া চৌধুরীর নতুন বাড়ি থেকে এসব ধরেছেন একজন সাপুড়ে।

বিষধর ধরার খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করেন। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে এসব সাপ এখানে এসে আশ্রয় নিয়েছে। 

উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে রয়েছে ২টি বিশাল আকৃতির কিং কোবরা। এ ছাড়া ৭টি ভিমরাজ, ৬টি আলদ, ৫টি দুধরাজ, ৪টি দাঁড়াইশ ও ২টি গেছো আলদ জাতীয় সাপ ধরেন সাপুড়ে তান্ত্রিক ওঝা বুরহান উদ্দিন জালালী।

এ বিষয়ে ছাতক বন বিভাগের কর্মকর্তা নীতিশ চক্রবর্তী বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ