Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ৭ অক্টোবর ২০২০

সুনামগঞ্জে বাবা-মেয়েকে নির্যাতন, আসামিরা কারাগারে

সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে নির্যাতন করার প্রতিবাদ করায় বাবাকে রড দিয়ে পিটিয়ে আহতের ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর জোন আদালতের বিচারক শুভদীপ পালের আদলতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- লিটন মিয়া, কাজল মিয়া, আকাই মিয়া, আলাল মিয়া, আলম মিয়া ও দিলাক মিয়া। এ ঘটনায় নির্যাতনের শিকার মেয়েটি বাদী হয়ে জগন্নাথপুর থানায় মঙ্গলবার রাতে একটি নারী নির্যাতন মামলা করেন।

এদিকে এ ঘটনার প্রধান আসামি শামীম মিয়াকে আটক করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতাতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেলা ১১টায় ঘটনাস্থলে যান তারা। ঘটনাস্থলে তারা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধার হওয়া ওই মেয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। প্রধান আসামি শামীমকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার।
      
পুলিশ, এলাকাবাসী ও নির্যাতিত বৃদ্ধের পরিবারের লোকজন জানান, সাত বছর আগে গোতগাঁও গ্রামের আনোয়ার আলীর মেয়ের বিয়ে হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাজারবাগ গ্রামের কবির মিয়ার সঙ্গে। এর দুই বছর পর তাদের মধ্যে দাম্পত্য বিরোধ দেখা দিলে একমাত্র পুত্র সন্তানকে নিয়ে মেয়েটি বাবার বাড়িতে আশ্রয় নেন। সেখানে গ্রামের আগুর মিয়ার বখাটে ছেলে শামীম মিয়ার নজর পড়ে মেয়েটির উপর। প্রায়ই তাকে মেয়েকে উত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত শামীম। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়েটির বাবা গোতগাঁও থেকে আলীগঞ্জ বাজারে একটি কলোনিতে ঘর ভাড়া করে মেয়েকে নিয়ে বসবাস করতে থাকেন। গত একমাস আগে শামীম ওই কলোনি থেকে মেয়েকে তুলে নিয়ে যায় এবং কিছুদিন আটক রেখে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি নবীগঞ্জ উপজেলার অভয়নগর গ্রামে গৃহপরিচারিকার কাজ নেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে শামীম তার লোকজন নিয়ে আলীগঞ্জ বাজারের কলোনিতে গিয়ে মেয়েটির খোঁজ করে। মেয়েকে না পেয়ে তার বৃদ্ধ বাবা আনোয়ার আলীকে (৬৫) রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ রাতে অভিযানে নামে এবং ৪ জনকে আটক করে। মঙ্গলবার সকালে নিখোঁজের ৬ দিন পর হবিগঞ্জের নবীগঞ্জ থেকে নিখোঁজ মেয়েকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নির্যাতনের শিকার ওই মেয়ে বাদী হয়ে ধর্ষণ, অপহরণ ও বাবাকে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ