Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ১১ অক্টোবর ২০২০
আপডেট: ২০:৫৯, ১১ অক্টোবর ২০২০

বালাগঞ্জে বিএনপির ১৫ নেতাকর্মীর জামিন 

ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনে দায়ের করা মামলায় বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ আসামির জামিন মঞ্জুর হয়েছে। আর দুই জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিছেন আদালত।   

রবিবার সিলেট জেলা দায়রা জজ আদালতে এই মামলার ২৩ আসামির মধ্যে ১৭ আসামি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারপতি মো. রাফিউল আলমের আদালতে জামিন প্রার্থনা করেন।      


আসামিদের পক্ষে আইনজীবি ছিলেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট জজ কোর্টের সিনিয়র এডভোকেট রেজাউল করিম, সিনিয়র এডভোকেট সামিউল আলম চৌধুরী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট সাদেক আহমদ, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট রহমত আলী ও এডভোকেট মো. ফুরাহিম হোসেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এই মামলার আসামি বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহজান আহমদকে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জামিন প্রাপ্তরা হলেন-সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীন আলম, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহরিয়ার আহমদ খালেদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনেদ আহমদ,বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-জলবায়ু সম্পাদক জাবুল আহমদ, আনছার আলী,আমিনুর রহমান তুহেল, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন, ইমাম উদ্দিন ও নুরুল ইসলাম নিহাদ।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শায়েস্তা মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় (মামলা নং ০১/৪০) ডিজিটাল নিরাপত্তা( তথ্যপ্রযুক্তি) আইনে বিএনপির ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উল্লেখিত ২৩ আসামির মধ্যে ১৭ জন দেশে আর ৬জন বিদেশে রয়েছেন।   

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ