Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২১, ১২ অক্টোবর ২০২০

সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও ও আকুপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, কালারুকা খালের খাইরগাও-আকুপুর এলাকায় মাছ আটকানোর জন্য খালে গাছের ডাল-পালা দিতে গেলে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা হলেন, ইব্রাহিম আলী (৪০), আব্দুর রহিম (৩২), গিয়াস উদ্দিন (২৬), ছাদিক মিয়া (২৪), কদ্দুছ আলী (৪৫), আফতাবুন নেছা (৫০), এমরান আহমদ (২১), নাজমুল হোসেন (২৪), আশিক আলী (৩৩), আমির আলী (৪৫), কামাল হোসেন (৩৫), মনির উদ্দিন (২৬) নুরুল ইসলাম (৩৫)। বাকিদের নাম জানা যায়নি।

কালারুকা ইউপি সদস্য সদরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ