Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৬, ১২ অক্টোবর ২০২০

ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে সুনামগঞ্জে ব্যতিক্রমী পদযাত্রা

সুনামগঞ্জে ধর্ষকদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক ও সাংস্কৃতিকর্মীরা। “ঘরে বসে আর নয়, রাজপথে এবার সোচ্চার হই” শ্লোগানে সোমবার (১২ অক্টোবর) সকালের সুনামগঞ্জ শহরের পুরাতন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ধর্ষণবিরোধী একটি প্রতিবাদী পদযাত্রা বের হয়। পরে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোসন বখত চত্বরে সমাবেশে মিলত হয়।

এ পদযাত্রায় শহরের ২০ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এই কর্মসূচিতে অংশ নেয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সংগঠক সামিনা চৌধুরী মনি, বিধান চন্দ বণিক, সামির পল্লব, সাবেক ছাত্রনেতা দ্বিপাল ভট্টাচার্য, নাহাত হাসান পলৌমী, মাকসুর রহমান দিপু, এ আহসান রাজিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নারী-শিশুরা ঘরে-বাইরে কোথাও এখন নিরাপদ নয়। সমাজের সর্বত্র এখন একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। নারী নির্যাতন, নারী প্রতি সহিংসতা রোধে ধর্ষকদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পাশাপাশি এসব জঘন্য কর্মকাণ্ড রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রকে নারী ও শিশুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ