Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ১৩ অক্টোবর ২০২০

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪৫  

সুনামগঞ্জের দিরাই উপজেলার মধুরাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নুর মোহাম্মদ (৫০ ) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৫ জন। আহতদের উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেটে প্রেরণ করা হয়েছে। আহতদের পরিচয় এখন জানা যায়নি। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে আধিপত্য বিস্তার, জমাজমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার সকালে ঐ গ্রামের মুকিত চৌধুরী ও দিলহক গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলে মুকিত চৌধুরী গ্রুপের নুর মোহাম্মদ নামে একজন নিহত হয়। 

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ