Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১১, ২৩ অক্টোবর ২০২০

সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ কারাগারে

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা গ্রামে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে জগেশ বৈদ্য ওরফে যোগেশ শুক্লবৈদ্য নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জগেশ উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের মৃত রমেশ বৈদ্যর ছেলে।

বুধবার রাতে থানার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে জগেশ বৈদ্যকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় নেয়া হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জগেশকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ছৈলা গ্রামের বাক প্রতিবন্ধী ১৫ বছরের এক কিশোরী ভেড়া আনার জন্য প্রতিবেশী যোগেশ শুক্লবৈদ্যের (৬০) বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এসময় নানা প্রলোভন দেখিয়ে যোগেশ তার দোকান ঘরে মেয়েটিকে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে যৌন নির্যাতন করে একপর্যায়ে যোগেশ মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালান। এতে মেয়েটি চিৎকার শুরু করলে তার মা’সহ প্রতিবেশী লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় পালিয়ে যান যোগেশ।

এ বিষয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক পলাশ চন্দ্র দাশ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ব্যাপারে তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আইনিউজ/এজেএল 
 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ