Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৮, ৪ নভেম্বর ২০২০

সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

সুনামগঞ্জের ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় তারা বানু (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার চামরদানী ইউনিয়নের আমজুড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের সামনে ধর্মপাশা-মধ্যনগর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, তারা বানু বেখইজোড়া গ্রামে তাঁর ভাতিজার সঙ্গে বসবাস করে আসছিলেন। বুধবার বেলা ১টার দিকে তিনি বেখইজোড়া গ্রামের সামনে ধর্মপাশা-মধ্যনগরে সড়কের পাশে অবস্থিত যাত্রী ছাউনির পাশে পায়চারি করছিলেন। সড়ক পারাপারের সময় মধ্যনগর থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরই মোটরসাইকেল চালক সেখান থেকে পালিয়ে যান। স্থানীয়রা তারা বানুকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ