Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ৫ নভেম্বর ২০২০
আপডেট: ১৮:১৬, ৫ নভেম্বর ২০২০

সুনামগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়া নিজ বাড়ির সামনে থেকে জুনু মিয়া (৩৩) নামে এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিহত জুনু মিয়ার বড় ভাইয়ের ছেলের বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেটে রেফার করে।

পরে শিশুটির সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করে দিয়ে রাতেই সে বাড়ির উদ্দেশে রওনা হয় কিন্তু সারারাত পাড় হয়ে গেলেও সে বাড়িতে না আসলে সকালে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনে বস্তায় তার লাশ দেখতে পায়। 

নিহতের মা আনোয়ারা বেগম জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, আমি আমার ছেলের খুনির ফাঁসি চাই।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) তিনি জানান, আসলে ঘটনাটি খুব দুঃখজনক, তবে কে বা কারা তাকে হত্যা করেছে আমরা জানি না, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত করে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ