Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ৫ নভেম্বর ২০২০

সুনামগঞ্জে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিকদের নিয়ে পিআইবি’র উদ্যোগে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে। সুনামগঞ্জ সার্কিট হাউজের হল রুমে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের প্রথম দিন ছিলেন এনটিভির সাবেক প্রযোজক মো. শাহাবুদ্দিন আহমেদ, পিআইবির ডেপুটি ডিরেক্টর মো. শাহ্ আলম সৈকত, পারভেজ আহমেদ।

এ সময় আলোচনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টস ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সংগঠনের সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, বিটিভির জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, প্রেসক্লাবের সভাপতি ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, এসএটিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও ডিবিসির জেলা প্রতিনিধি আমিনুল হক, কোষাধ্যক্ষ ও বাংলানিউজের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর, ক্রীড়া সম্পাদক ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি আল আমিন প্রমুখ।

দ্বিতীয় প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ এবং শেষ দিন প্রশিক্ষণ দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ।

আগামী ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ উপস্থিত থাকবেন।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ