সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জে লাইসেন্স নবায়ন না করে প্রতিষ্ঠান চালানোর অপরাধে শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে লাইসেন্স নবায়ন না হওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।
প্রতিষ্ঠনাগুলো হচ্ছে শহরের সেবা ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি ডায়াগনস্টিক সেন্টার। বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলমের নেতৃত্বে প্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ও ল্যাব সঠিকভাবে রয়েছে কি না খতিয়ে দেখতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জহিরুল আলম অভিযান চালান। অভিযানকালে শহরের সেবা ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স নবায়ন না করে প্রতিষ্ঠান চালানোর বিষয়টি ধরা পড়ে। এই অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স নবায়ন না হওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জহিরুল আলম বলেন, ‘কয়েকদিন আগে ঢাকার মাইন্ড এইড হাসপাতালে একজন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরবর্তিতে খোঁজ নিয়ে দেখা যায় হাসপাতালের কোনো রকমের লাইসেন্স ছিল না। সেজন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশব্যাপী বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চলছে। এখানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় লাইসেন্স বিহীন বা লাইসেন্স নবায়ন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টারগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সে জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই আমরা অভিযান পরিচালনা করছি।’
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার