Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ১৫ নভেম্বর ২০২০

সুনামগঞ্জে পাওনা ২০ টাকা চাওয়ায় যুবক খুন!

সুনামগঞ্জ সদর উপজেলায় ২০ টাকা পাওনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।  শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে এই ঘটনা ঘটে।  

নিহতের নাম মো. বাপ্পি মিয়া (৩০)। তিনি মইনপুর গ্রামের মো. ফজিল হকের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গ্রামের নিজ বাড়ির সামনে মো. বাপ্পি মিয়ার ছোট ভাইয়ের কাছে একই গ্রামের মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন পাওনা ২০ টাকা চান। এ সময় বাপ্পি বলে এখন টাকা হাতে নেই, একটু পরে দিব। এ কথা বলার সাথে সাথে দোকানদার হৃদয় হোসেন ও মো. জসিমের ছেলে মো. হাসান মিলে একটি ধারালো ছুরি দিয়ে বাপ্পির পেটের মধ্যে আঘাত করে। সঙ্গে সঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তার স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে রাত সাড়ে ৮টায় সে মারা যান।  
 
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ