Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ২২ নভেম্বর ২০২০

সুনামগঞ্জে জমজমাট বাউল রজনী অনুষ্ঠিত

বাউল রজনী

বাউল রজনী

সুনামগঞ্জের মরমী সাধক নোয়াব আলী পাগলা শাহ’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাউল রজনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত অনুষ্ঠিত বাউল রজনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা পরিবেশন করেন বাউল গান। সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর গুজাউড়া গ্রামে প্রয়াত ফকির সাধকপাগলা শাহ’র বাড়ীতে অনুষ্ঠিত বাউল রজনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার সম্পাদক মাফরোজা সুলতানা।

আরো উপস্থিত ছিলেন- বিমান বাংলাদেশ এর কর্মকর্তা সাবরিনা আক্তার, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল,সাংস্কৃতিক সংগঠক আশরাফ হোসেন লিটন, গীতিকার নির্মল কর জনি, সাংস্কৃতিক সংগঠক মো. জসীমউদ্দিন ও আয়োজক চিত্রগ্রাহক হাবিবুল বাশার বশীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠিত বাউল রজনী সাংস্কৃতিক অনুষ্ঠানে- বাউল কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা,গানের সম্রাট বাউল কামাল পাশা (কামালউদ্দিন),বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহের
রচিত বাউল গান পরিবেশন করেন- বাউল শিল্পী তছকীর আলী, গীতিকার ও সাংবাদিক আল-হেলাল,বাউল ইয়াসমিন বেগম, বাউল ফয়সল আহমেদ, সাদিক মিয়াসহ স্থানীয় শিল্পীবৃন্দরা।

উল্লেখ্য, মরমী সাধক নোয়াব আলী পাগলা শাহ গত ২০০৩ সালের এপ্রিল মাসে ইন্তেকাল করেন। এরপর থেকে প্রতিবছর তার স্মরণে ওরস মাহফিল এর আয়োজন করেন তার পুত্র বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক হাবিবুল বাশার বশীরসহ এলাকার তরুণ সংস্কৃতি কর্মীরা।

আইনিউজ/মোজাম্মেল আলম ভূঁইয়া

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ