Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১১:৪৮, ১০ ডিসেম্বর ২০২০

পুলিশের চোখে ধুলা দিয়ে পালালো আসামী

সুনামগঞ্জে এবার আদালত থেকেই পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়েছেন হত্যা মামলার এক আসামী। পালিয়ে যাওয়া আসামীকে ধরতে বিভিন্ন জায়গায় এখন অভিযান চালাচ্ছে পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেন  সুনামগঞ্জ আদালতে হাজিরা দিতে আসলে এই ঘটনাটি ঘটান। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের কোর্ট হাজত থেকে আসামী ইকবাল পালিয়ে যান।

জানা গেছে, ফেরারি আসামী ইকবাল হোসেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্থিঙ্গেরগাঁও গ্রামের রমজান আলীর পুত্র। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পা‌লিয়ে যাওয়া ইকবাল হো‌সেনকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ২০১৭ সালে স্ত্রী মনুয়ারা বেগমকে হত্যা মামলার আসামি ছিলো ইকবাল হোসেন। বুধবার বিকেলে ওই মামলায় হাজিরা দেওয়ার জন্য সুনামগঞ্জ জেলা কারাগার থেকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে সে পালিয়ে যায়।  তবে পুলিশের ধারণা  আদালতে তুলার আগে নিরাপত্তায় থাকা পুলিশদের ফাঁকি দিয়ে পালিয়ে যায় ইকবাল।

এর আগে ২০১৭ সালে ১৩ জুন স্ত্রীকে হত্যার পরও সে পালিয়ে যায়। ঘটনার ২৫ দিন পর মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সিলেট শহরে কোতয়ালী থানা এলাকায় থেকে আটক করে কোতয়ালী থানার পুলিশ।

এদিকে পলাতক আসামি ইকবাল হোসেনকে খোঁজতে সুনামগঞ্জ জেলায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ এবং বিভিন্ন স্থানে খোঁজতল্লাশি চালানো হচ্ছে।

এ ব্যাপারে জেল সুপার নূরশেদ আহমেদ ভূইয়া বলেন, আমরা প্রতিদিন আসামিদের কোর্ট পুলিশের কাছে আসামিদের দেই। পুলিশ আসামীদের কাভার্ড ভ্যানে করে কোর্ট নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একজন আসামি মিসিং। আমি জেলা প্রশাসক মহোদয়কেও বিষয়টি অবগত করেছি।

পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের ধারণা আসামিকে কোর্টে তোলার আগে ভ্যান থেকে নামিয়ে আসামিদের এক জায়গায় নিয়ে যাওয়ার সময় সে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়েছে। আমরা তাকে খুঁজতে জেলার বিভিন্নস্থানে তল্লাশি চালানো হচ্ছে।

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, একজন আসামি আদালত থেকে পালিয়েছেন। আসামিকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ