Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

তাহিরপুর প্রতনিধি

প্রকাশিত: ১৪:১৮, ১২ ডিসেম্বর ২০২০

তাহিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

"জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান " এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিক্ষোভ মিছিল করেছেন।

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার সকাল ১১ টায় তাহিরপুর উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু।

সমাবেশে চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন রজব মাহমুদ অন্তর, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন নিশিত রঞ্জন প্রমুখ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ