Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৩, ১৯ ডিসেম্বর ২০২০

সুনামগঞ্জে আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামী ফের জেলে

সংগৃহীত

সংগৃহীত

পুলিশের চোখে ধূলা দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়ার ৯ দিন পর আসামি ইকবাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানার পুলিশ সিলেট শহরের লালদিঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, পালিয়ে যাওয়া আসামী ইকবাল হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগেরগাঁওয়ের রমজান আলীর ছেলে।

দুইটি মামলার আসামি ইকবাল হোসেনকে শনিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল আহমদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত ইকবাল হোসেনের জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আশেক সুজা মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট থেকে গ্রেপ্তারের পর দুইটি মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার ঘটনায় ইকবাল হোসেনের বিরুদ্ধে খুনের মামলা হয়। গত ৯ ডিসেম্বর সকালে জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে নিয়ে আসলে আসামি ইকবাল হোসেন আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ