Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ২২ ডিসেম্বর ২০২০

শিশু তালহা হত্যা: ঘাতক আব্দুল হালিম রিমান্ডে

শিশু তালহা ও ঘাতক আব্দুল হালিম

শিশু তালহা ও ঘাতক আব্দুল হালিম

সুনামগঞ্জ শহরের গুজাউড়া হাছননগরে এনামুল হক মুসা (তালহা) নামের চার বছরের শিশুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় আসামি আব্দুল হালিমকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ ডিসেম্বর)  এ মামলার প্রধান অভিযুক্ত আব্দুল হালিমকে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। এ সময় বিচারক কুদরত ই এলাহী ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, এমন নির্মম হত্যাকাণ্ড কেনো ঘটিয়েছে বা আর কেউ জড়িত আছে কি না এসব বিষয় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল হালিমকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিকেলে হাছননগরের নুরুল হকের ছেলে এনামুল হক মুসা (তালহা) নামের চার বছরের শিশুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করে আব্দুল হালিম। 

এতে হালিমের মাথা থেঁতলে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়। পাশের বাড়ির লোকজন গুরুতর আহত তালহাকে উদ্ধার করে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে অবস্থার অবনতি হলে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় শিশুটিকে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন।

পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরই আব্দুল হালিমকে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। অভিযুক্ত আসামি হালিমের বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ