Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ২৫ ডিসেম্বর ২০২০

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ফাইল ছবি

ফাইল ছবি

আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে উভয়পক্ষের ১৯ জনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আরজু খান ও ফিরোজ খানের লোকজনের মধ্যে গোলাগুলিসহ একাধিকবার সংঘর্ষের ঘটনায় মামলা মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজিয়া মানানুল ইসলাম  বলেন, ‘আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে  বলেন, এ ঘটনায় জড়িত ১৯ জনকে আটক করেছে পুলিশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ