সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৬:৫২, ১০ জানুয়ারি ২০২১
বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

প্রতীকী চিত্র
সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সোহেল মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি সিএনজির চালক ছিলেন।
আজ রবিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে সিএনজি নিয়ে সিলেটের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে সুনামগঞ্জগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শান্তিগঞ্জ আসার পর মুখোমুখি দুটির মধ্যে সংঘর্ষ হলে সিএনজির চালক সোহেল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। সোহেল মিয়ার বাড়ি সিলেটের লালাবাজার এলাকায়। তিনি সুনামগঞ্জে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মামুন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/বিএম
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক
- রেড জোনে মৌলভীবাজার ও হবিগঞ্জের যেসব এলাকা
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’
- করোনা আক্রান্ত ডাক্তার দম্পতি, দেখতে পারেননি মৃত বাবাকেও
- মৌলভীবাজারে ৫৬ করোনা রোগী, হটস্পট শহরেই ২৭ জন
- মৌলভীবাজারের কোন এলাকা কোন জোনে
- ভাইরাল গানটি রণেশ ঠাকুর নয়, গেয়েছেন মল্লিক ঐশ্বর্য
- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা