Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

প্রকাশিত: ২১:৫৩, ১৮ মার্চ ২০২১

শাল্লায় হামলাকারীদের শাস্তি দেওয়া হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

শাল্লার নোয়াগাঁও গ্রামের এক যুবকের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এর জেরে আশপাশের কয়েকটি গ্রাম থেকে দল বেঁধে লোকজন গিয়ে বুধবার সকালে ওই গ্রামের হিন্দু বসতিতে হামলা করে। এ সময় গ্রামের অন্তত ৯০টি ঘর ভাঙচুর করা হয়। লুটপাটের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ