Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩১, ২০ মার্চ ২০২১
আপডেট: ২৩:৩৬, ২০ মার্চ ২০২১

জামালগঞ্জে মামুনুল হকের মহাসম্মেলন স্থগিত

মামুনুল হক

মামুনুল হক

সুনামগঞ্জের জামালগঞ্জে একটি মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে অতিথি করা হয়েছিল মামুনুল হককে। রোববার (২১ মার্চ) সেখানে তার যাওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্যমতে, সেই মহাসম্মেলন স্থগিত করা হয়েছে।

সুনামগঞ্জের ইমাম, ওলামা ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ‘ফেসবুকে স্ট্যাটাসের জেরে শাল্লায় হামলা হয়েছে। সেখানকার পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আপনাদের প্রতি অনুরোধ কোথাও ধর্মীয় সভা সমাবেশ করবেন না। জামালগঞ্জে যে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে তা স্থগিত করতে হবে। এই সম্মেলনে হেফাজত নেতা মামুনুল হক আসতে পারবেন না।’

ধর্মীয় নেতা মাওলানা আব্দুল বাছিরসহ অন্যরা বলেন, ‘শাল্লায় হিন্দুবাড়িতে হামলার ঘটনায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসলাম এ ধরনের কাজ সমর্থন করে না।’

সভায় সুনামগঞ্জ-সিলেট আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার বলেন, ‘সবার কাছে অনুরোধ করব, আপনারা বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সব ধরনের ধর্মীয় সমাবেশ স্থগিত রাখবেন।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ধর্মীয় নেতা মাওলানা আব্দুল বাছির, নুরুন উদ্দিন, আলী নূর, বদলুর আলম, ইদ্রিস আহমদ, মুজিবুর রহমানসহ অনেকে।

উল্লেখ্য, রোববার (২১ মার্চ) দুপুরে হেলিকপ্টারযোগে এসে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় খাবিনুল কোরআন মহিলা মাদরাসার মহা সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ