Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫,   কার্তিক ১৫ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ২৫ মার্চ ২০২১
আপডেট: ১৫:২৩, ২৫ মার্চ ২০২১

শাল্লার সেই ঝুমন দাশের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ফেসবুকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের সমালোচনা করে স্ট্যাটাস দেয়া সেই ঝুমন দাশ আপনের (২৮) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বাদী হয়ে এই মামলা করেছেন। সেই মামলায় ঝুমন দাশকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি জানান, ঝুমন দাশের বিরুদ্ধে সোমবার রাতে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ১৬ মার্চ আটক করা হয় ঝুমন দাশকে। পরের দিন অর্থাৎ ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ঝুমন দাশের করা পোস্টের জেরে ১৭ মার্চ শাল্লার নোয়াগ্রামে হামলা চালিয়ে সংখ্যালঘুদের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষের বিরুদ্ধে দুটি মামলা হয়। মামলায় প্রধান আসামি স্থানীয় ইউপি নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়