তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ১২:১৫, ১১ এপ্রিল ২০২১
তাহিরপুরের মসজিদে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মসজিদে বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মানিগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদে বিদ্যুৎ সংযোগের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত জুম্মার নামাজের পর মানিঁগাও মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
মানববন্ধন চলাকালে বক্তারা জানান, দীর্ঘ ৩ বছর ধরে মানিগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের জেলা ও উপজেলার কর্তৃপক্ষের নিকট একাধিকবার আবেদন করার পরেও বিদ্যুৎ সংযোগের কোন উদ্যোগ নেওয়া হয় নি।
মসজিদে বিদ্যুৎ সংযোগ না থাকায় নামাজ পড়তে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হয়। তাই যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগের দাবি জানান বক্তারা।
মানিগাঁও গ্রামের বাসিন্দা খোরশেদ আলম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আরপিন আলী, আব্দুল কুদ্দুছ, আব্দুল জব্বার, আব্দুল মোতালিব, রইছ উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মানিগাঁও গ্রামের শরাফত আলী, উমেদ আলী, ফরিদ মিয়া, ফিরুজ মিয়া, আব্দুল বারিক।
তাহিরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ পরিচালক গোলাম মুর্শেদ জানান,আমি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও ইঞ্জিনিয়ারকে বারবার তাগিত দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে লাইনটি নির্মান করে মসজিদে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য।
আইনিউজ/রাজন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























