Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ১২ মে ২০২১
আপডেট: ১৯:১৩, ১২ মে ২০২১

সুনামগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ মে) সকালে উপজেলার সাচনাবাজার-রামনগর সড়কের শরিফপুর এলাকায় একটি হাওরের পাড়ে এ লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সিকন্দর আলী (৪০)। তিনি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের আবদুর রউফের ছেলে।

জানা গেছে, উপজেলার সাচনাবাজার-রামনগর সড়কের শরিফপুর এলাকায় একটি হাওরের পাড়ে বুধবার সকালে সিকন্দর আলীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন লোকজন। তার মাথা, মুখ ও গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পাশেই পড়ে ছিল তার ইজিবাইকটি। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে দুর্বৃত্তরা সিকন্দর আলীকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ