Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ৮ জুন ২০২১
আপডেট: ২২:২৫, ৮ জুন ২০২১

টাঙ্গুয়ার হাওরে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন থেকে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বাঘটির দৈর্ঘ্য তিনফুট ও উচ্চতায় দুই হাত। 

মঙ্গলবার (৮ জুন) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেছোবাঘের আক্রমণ আতঙ্কে টাঙ্গুয়ার হাওরে যেতে ভয় পায় সেখানকার শিশুরা। এই কারণে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে বিকেলে প্রথমে মাছ মারার কুচ দিয়ে ঘা মেরে আহত করে। পরে পিটিয়ে মেছো বাঘটিকে হত্যা করে এলাকাবাসী। পরে নিহত বাঘকে হাওরে ফেলে দেয়া হয়।

মেছো বাঘ হত্যার পর উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। যদিও এখন পর্যন্ত কিছু জানতে পারেনি বনবিভাগ।  

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরকে অবগত করলে উনি বলেন বিষটি অত্যন্ত দুঃখজনক, এ ব্যাপারে বনবিভাগকে অবগত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়